চাঁদপুরে ব্যবসায়ীদের মানববন্ধন
সংঘাতমুক্ত ব্যবসা চাই এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে চাঁদপুরে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানবন্ধনে অংশ নেন।
সম্প্রতি সময় জেলার হাজীগঞ্জে উপজেলা যুবদলের সাথে পুলিশের সংঘর্ষের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়। সংঘর্ষ থামাতে গিয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব অরুন সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ বেশ কয়েক জন আহত হয়।
মাবনবন্ধনে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনসহ অন্যন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।