চাঁদপুর শিল্পকলা একাডেমি ২০১৬ সম্মাননা পেলেন পাঁচ গুণীজন
চাঁদপুর প্রতিনিধি
শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে চাঁদপুর শিল্পকলা একাডেমি ২০১৬ সম্মাননা পেলেন চাঁদপুরের পাঁচ গুণীজন। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ বছর চতুর্থবারের মতো চাঁদপুরের পাঁচজন গুণী শিল্পীকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, সৃজনশীল সংগঠক জীবন কানাই চক্রবর্তী, আবৃত্তি ও উপস্থাপনা অজয় ভৌমিক, কণ্ঠসংগীত রূপালী চম্পক, নাট্যকলা শহীদ পাটোয়ারী এবং সৃজনশীল সংস্কৃতি গবেষক প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন।
শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ২০১৩ সাল থেকে চাঁদপুরে এ সম্মাননা পদক প্রদান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল পিএএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ। অনুষ্ঠান পরিচালানা করেন জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ।