বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রী নিহত; আহত এক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়নপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে রঙ মেস্ত্রী আবুল হোসেন (৩৫) মারা গেছে; গুরুতর আহত হয়েছে এমরান হোসেন নামের অপর এক রঙ শ্রমিক। সোমবার দুপুর একটা দিকে নারায়নপুর বাজারে এ র্মমান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন মতলব দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলাম মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিগত দিনের মতই আবুল হোসেন ও এমরান নারায়নপুর বাজারের সোনারী ব্যাংক শাখার অফিস রঙের কাজ করছিলো। আজ অফিসের বাহির দিক দিয়ে রঙের কাজ করতে গিয়ে আবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় এমরান হোসেন গুরুতর আহত হয়। এমরানকে উদ্ধার করে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এমনরানের অবস্থা আশংকাজনক। সার্বিক তথ্য সংগ্রহের জন্যে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।