হাইমচর প্রেসক্লাবের সভাপতি আর নেই
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাশার (৪৯) না ফেরার দেশে চলে গেছেন। রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি চার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। মৃত্যুর আগে তিনি স্থানীয় দনিক চাঁদপুর জমিন পত্রিকার যুগ্ম সম্পাদক, ফরিদগঞ্জ আর এ উচ্চ বিদ্যালেয়র সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে করেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে শহরের রতন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর টেরিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ সকল সাংবাদিক শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।