হেসেই অনেক কিছু বোঝালেন মুমিনুল!
ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে মুমিনুল চলে না!’ চন্ডিকা হাথুরুসিংহে এমন যুক্তি দেখিয়ে সীমিত ওভারের দল থেকে অনেকবার বাদ দিয়েছেন মুমিনুল হককে। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি। টাইগারদের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে, আর টি-টোয়েন্টি তারও একবছর আগে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেই মিরপুরেই ২০ ওভারের ক্রিকেটে জ্বলে উঠলেন মুমিনুল, ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে এবারের বিপিএলে প্রথম জয় উপহার দিলেন রাজশাহী কিংসকে।
গত বিপিএলে মুমিনুলের পারফরম্যান্স ভালোই ছিল। তবে ১৫ ম্যাচে ৩৩১ রান করলেও স্ট্রাইক রেট (১০৮.১৬) নিয়ে সন্তুষ্ট নন তিনি। এবার এদিকে বিশেষ নজর বাঁহাতি ব্যাটসম্যানের, ‘গত বছর আমার স্ট্রাইক রেট তেমন ভালো ছিল না। এবার আমার লক্ষ্য, স্ট্রাইক রেট ভালো রাখা।’
দক্ষিণ আফ্রিকায় মাশরাফি মুর্তজার কথায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুমিনুল। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি। মুমিনুল-ঝড়ে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফির প্রশংসা, ‘আজ মুমিনুল খুব ভালো খেলেছে। সে প্রথম ছয় ওভার খুব ভালো ব্যবহার করেছে।