২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

 In প্রধান খবর, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :

 বিএনপিকে ২৩ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার  দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।

যেকোনো শর্তেই বিএনপি সমাবেশ করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ম্যাসেজ জনগণের কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ হবে।

বিএনপিকে সমাবেশের ‍অনুমতি দেওয়ার শর্তগুলোর মধ্যে   উল্লেখযোগ্য হলো- উস্কানিমূলক বক্তব্য বা প্রচারপত্র বিলি করা যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন স্থানে যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম করা যাবে না, মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না, শর্তাবলি যথাযথভাবে পূরণ না করলে তাৎক্ষণিকভাবে অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,  আহম্মেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent Posts

Leave a Comment