চাঁদপুুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
চাঁদপুর প্রতিনিধি
সদ্য ঘোষিত চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যরাসউপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গত ২৬ নভেম্বর প্রকাশিত হয়।