খালেদার সঙ্গে দেখা করতে বিকেলে কারাগারে যাবেন ফখরুল
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে মহাসচিব কারাগারে যাবেন।
মির্জা ফখরুল একাই যাচ্ছেন বলেও জানান তিনি।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া
Recent Posts