বাংলাদেশ আর হাত পাতবেনা, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে : ত্রাণমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ আর হাত পাতবে না, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করবে।
তিনি শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত খালেদা সরকারের সময় দেশে বিদ্যুতের প্রচুর লোডশেডিং ছিল। আর বর্তমান সরকারের সময়ে দেশে লোডশেডিং বলতে নেই। ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মতলবে ৫ শতাধিক কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ প্রমুখ।