ব্রণ দেখিয়ে সাহস যোগাচ্ছেন জাস্টিন বিবার!
বিনোদন ডেস্কঃ
ব্রণ লুকিয়ে রাখার দিন আর নেই, পড়তে হবে না অস্বস্তিকর পরিস্থিতিতে। কারণ, ব্রণ হতে যাচ্ছে ফ্যাশন অনুষঙ্গ!
‘পিম্পলস আর ইন’ এমন ঘোষণাও দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ##acnepositivity আন্দোলনের সমর্থনে ছবিটি পোস্ট করেন জাস্টিন। ব্রণ, ব্রণজনিত ক্ষত বা এ ধরনের সমস্যা থাকলেও ত্বক নিয়ে গর্ব করা যায়— এমন বার্তা দিচ্ছে আন্দোলনটি।
বছরের শুরুর দিকে গোল্ডেন গ্লোব রেড কার্পেটে হেঁটে ট্রলের শিকার হন মডেল ক্যান্ডাল জেনার। কারণ আর কিছুই নয়! মুখের ব্রণ স্পষ্ট দেখা যাচ্ছিল। এর মোক্ষম জবাবও দিয়েছিলেন তিনি।
এর আগে মালয়েশিয়ার এক ডিজাইনার প্রদর্শনীর জন্য এমন মডেলদের বেছে নেন— যাদের মুখে ব্রণ আছে। এ নিয়েও দারুণ হৈচৈ হয়েছিল।
সব মিলিয়ে মনে হচ্ছে, শিগগিরই ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়াবে ব্রণ।