দীর্ঘসময় পরিক্ষা কেন্দ্রে অবস্থান করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির ভাংচুর!

 In চাঁদপুর সদর উপজেলা, জাতীয়, প্রধান খবর, লিড নিউজ

চাঁদপুর প্রতিনিধি
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কেন্দ্র দীর্ঘ সময় অবস্থান করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিপ গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী। শনিবার দুপুর একটার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ কেন্দ্রের বাহিরে এ ঘটনা ঘটে। তৎক্ষণিক জেলা প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করে দেন। এ কমিটি তদন্ত স্বাপেক্ষে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন উপস্থাপন করবেন।
জানা যায়, ৭এপ্রিল ছিলো এইচএসসি পরিক্ষার্থীদের ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা। চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুধুমাত্র ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ দিন পরীক্ষা শুরুর আগে থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা অবস্থান করে বিভিন্ন হল পরিদর্শন করেন। ঠিক একঘন্টা পর চাঁদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার অভিষেক দাশকে দায়িত্ব দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যান কানিজ ফাতেমা। এরপর পুরো দুই ঘন্টা হল পরিদর্শন করেন সহকারি কমিশনার অভিষেক দাশ। নির্ধারিত সময়ে কোনো অপ্রীতিকর বা নকল কার্যক্রম না হলেও বেশ কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী কেন্দ্রের বাহিরে গিয়ে সহকারি কমিশনারের গাড়ি ভাংচুর করে। গাড়ি চালক তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও গাড়িটি ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি সুজিত রায় নন্দি। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট্য তদন্ত টিম গঠন করে দেন। এ কমিটি তদন্ত স্বাপেক্ষে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন উপস্থাপন করবেন।
এব্যাপারে অভিষেক দাশ জানান, পুলিশের সামনেই শিক্ষার্থীরা গাড়ি ভাংচুর করেছে। কারণ আমি দুই ঘন্টা কেন্দ্রে অবস্থান করেছি।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুজিত রায় নন্দি জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিৎ। এ ঘটনার সুষ্ঠু দাবি জানান তিনি।
জেলা প্রশাসক, মোঃ মাজেদুর রহমান খান বলেন প্রশ্ন ফাঁস ঠেকাতে ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। হঠাৎ করে শিক্ষার্থীরা কেন ক্ষুব্ধ হবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Recent Posts

Leave a Comment