করোনা: মৃত্যুর মিছিলে ৪৩জন, আক্রান্ত ৩৪১২

 In দেশের ভেতর, লিড নিউজ

মেহেদী হাসান দিপু, ঢাকা :

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪১২ জন এবং মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। গত ৮ই মার্চ ২০২০ প্রথম বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ১৯৮ জন এবং সর্বমোট মৃত্যু বরন করেছেন ১ হাজার ৫৪৫ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৬৩ টি এবং পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২ টি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে শনাক্তের কথা নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

এক পর্যায়ে তিনি বলেন, মহামারী করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং যাবতীয় সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এই নিয়ে সারাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। অন্যদিকে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সারাদেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন।

Recent Posts

Leave a Comment