কুমিল্লায় চাঁদাবাজ চক্রের তিন সদস্য গ্রেফতার

 In দেশের ভেতর

কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লার কোতয়ালি হতে গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। ১৮আগষ্ট মঙ্গলবার বিকেলে কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, চাঁদাবাজ চক্র নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ভূয়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহন প্রতিনিয়তই চাঁদাবাজী করে আসছিল। আটককৃতরা হলো : কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), কোতয়ালি থানার শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), কোতয়ালি থানার শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬ হাজার ১শ ত্রিশ, চাঁদা আদায়ের ভূয়া ২৫টি রশিদ এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের ভূয়া রশিদ দিয়ে জোরপূর্বক চাঁদাবাজী করে আসছিল। তারা বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে।

Recent Posts

Leave a Comment