জাতীয় পার্টির নেতৃবৃন্দের বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন

 In চাঁদপুর

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা থেকে রাধের ভাংতি রাস্তার অংশ বাখরপুর ১নং, ২নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া এবং ৭নং ওয়ার্ডের ওয়াবদা রাস্তার পশ্চিম অংশে বন্যার পানির স্রোতে ভয়াবহ ভাঙনস্থান পরিদর্শন করে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় ভাঙনস্থান পরিদর্শন করেন জেলা জাতীয় পার্টির সদস্য ও পঞ্চম সদর উপজেলা নির্বাচনে লাঙ্গন প্রতীকের প্রার্থী অ্যাড. মোহাম্মদ মহসীন খান।

এসময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা থেকে রাধের ভাংতি এলাকা পর্যন্ত অংশ ও বাখরপুর ১নং, ২নং ও ৭নং ওয়ার্ডের ওয়াবদা রাস্তার পশ্চিম অংশে বন্যার পানির ¯্রােতে ভয়াবহ ভাঙনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ১৯৮৮ সালের বন্যায় জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন জনগনের পাশে দাঁড়ায়। আজ আমাদের সেই পরিস্থিতি নেই তবুও আপনাদের দেখতে এসেছি।

এ বিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ফেইজবুকে পোস্ট করলে জেলা প্রশাসক মহোদয় মোঃ মাজেদুর রহমান খান আমাকে ফোন দিয়ে খোঁজ-খবর নেন। এজন্য জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে খোঁজ-খবর নেওয়ায় জন্য আন্তরিক ভবে ধন্যবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুর্নগঠন ও স্থানীয় লোকজনকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানান।

ভাঙনস্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক মোঃ মমিন শেখ, চান্দ্রা ইউনিয় জাতীয় পার্টির সভাপতি ডাঃ মোঃ শাহজালাল পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক ও চান্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল পাটওয়ারী, এলাকাবাসী আলহাজ কালু পাটওয়ারী, জাতীয় পার্টি নেতা ডাঃ মোঃ খোকন খান, আবুল কালাম হাওলাদার, মনির শাহ, আল আমিন, মাসুদ হাওদারসহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা-কর্মীরা ও এলাকাবাসীরা।

উল্লেখ্য চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা থেকে রাধের ভাংতি রাস্তার অংশ বাখরপুর ১নং, ২নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া এবং ৭নং ওয়ার্ডের ওয়াবদা রাস্তার পশ্চিম অংশে বন্যার পানির ¯্রােতে ভয়াবহ ভাঙন দেখা দেয়। ঐ এলাকার হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বন্যার ¯্রােতে কয়েক হাজার পরিবারের পুকুরের মাছ ভেসে যায়। অতি জরুরী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয় পরিষদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

Recent Posts

Leave a Comment