সোমবার থেকে গণপরিবহন চলবে পূর্বের ভাড়ায়

 In চাঁদপুর, দেশের ভেতর

নজরুল ইসলাম আতিক :

আগামীকাল (পহেলা সেপ্টেম্বর) থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে সরকার।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২৯ আগস্ট একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যেতে হবে।

এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দুই সিটে একজন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত দিয়েছিলো সরকার।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গণপরিবহন চলাচলের উপর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গুলো হলো, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য সাবান পানি এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরুতে এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। পাশাপাশি যাত্রী সাধারণকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার অনুরাধ জানানো হয়েছে।

Recent Posts

Leave a Comment