চাঁদপুরে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের মহড়া
স্টাফ রিপোর্টার :
অগ্নি নির্বাপনে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অগ্নি দূর্ঘটনা রোধে ও অগ্নি দূর্ঘটনার সময় করণীয় বিষয়ক সচেতনতামূলক আলোচনা করা হয়। হাতে কলমে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ফায়ার এক্সটিংগুইসার পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ, ফায়ার সার্ভিস, চাঁদপুরের উপ সহকারী পরিচালক জনাব মোঃ ফরিদ আহম্মেদ, সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ লিটন প্রমুখ। এসময় এ দপ্তরের আরো কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।