চাঁদপুর পৌর নির্বাচনে স্থগিত চেয়ে তৃতীয় রিট

 In চাঁদপুর, রাজনীতি
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে তৃতীয় রিট দাখিল করা হয়েছে। ২২ সেপ্টেম্বর পুরানবাজার এলাকার মালেক বেপারীর ছেলে আলী বেপারী নতুন করে তৃতীয় এই রিটটি দাখিল করে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের একটি ব্যাঞ্চে চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে মাহাবুব আলম আখন ও মোঃ হাসিবুল হাসান প্রথম রিট করে। পরে ২০ সেপ্টেম্বর রোববার শুনানী শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সম্বনয়ে গঠিত ব্যাঞ্চ রিটটি খারিজ করে দেয়। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে নির্বাচন স্থগিত চেয়ে একই দিনে একই ব্যাঞ্চে দ্বিতীয় রিট করেন মোঃ আবুল খায়ের মিজি।
জানা গেছে, চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আবারো নতুন করে একটি রিট করা হয়। তৃতীয় রিট দায়েরকারী ব্যক্তিও করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়েছেন।
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌর নির্বাচনের পুনঃ তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ই সেপ্টেম্বর জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ২৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারে শেষ দিন এবং ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ।
Recent Posts

Leave a Comment