মুম্বাইয়ের ভিবান্ডি এলাকায় ভবন ধসে প্রাণ গেলে ১০ জনের
আন্তজার্তিক ডেস্ক :
ভারতের মুম্বাইয়ের নিকটবর্তী ভিবান্ডি এলাকায় তিনতলা একটি ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ২৫ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিবান্ডির প্যাটেল কমপাউন্ড এরিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর কর্মকর্তারা।
উদ্ধারকাজ অব্যাহত আছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০-২৫ জন লোক আটকা পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনডিআরএফের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবন ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।
তিনতলা ওই ভবনটি ৪০ বছরের পুরনো ছিল এবং এতে ২০টির মতো পরিবার বসবাস করতো।