ভোরের ডাক এর চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী
স্টাফ রিপোর্টার:
সুদীর্ঘ ৩০বছর ধরে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক বিল্লাল ঢালী । বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ভোরের ডাক এর স্থায়ী কার্যালয়ে তিনি নিয়োগ পত্র গ্রহণ করেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেন চাঁদপুর প্রতিনিধি হিসেবে বিল্লাল ঢালীর হাতে নিয়োগপত্র তুলে দেন। বিল্লাল ঢালী সাপ্তাহিক শপথ এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন পত্রিকাটির জন্মলগ্ন থেকে।এছাড়া স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত। চাঁদপুরের জনপ্রিয় পত্রিকা চাঁদপুর কন্ঠের শিশু কন্ঠ, পাঠক ফোরাম বিভাগে গল্প, ছড়াকবিতা লিখতেন। ২০০৩ সালে শিশু কন্ঠ বিভাগে গল্প লিখে সপ্তাহের সেরা লেখক নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় নবীন প্রতিভা নামে একটি অনিয়মিত সাহিত্য পত্রিকা। সাহিত্য পত্রিকাটি সে সময় চাঁদপুরের স্কুল-কলেজ গুলোতে ব্যাপক জনপ্রিয়তা পায়।
চাঁদপুর জেলার হালচিত্র তুলে ধরতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সহকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সাথে চাঁদপুর জেলার সংবাদ সংশ্লিষ্ট যেকোনো তথ্যের জন্য mdbillal044@gmail.com ও ০১৮১৯-০৯২৮৭৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।