দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও মাস্ক বিতরণ

 In চাঁদপুর

মোঃ সবুজ হোসাইন:

চাঁদপুর জেলার জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫ তম বছর পদার্পন উপলক্ষ্যে হাইমচরে স্বাস্থ্যবিধি মেনে র‌্যালী, মাস্ক বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার আলগী বাজারে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। বিতরণী অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে ও উপজেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, দৈনিক চাঁদপুর খবর সত্য ও ন্যায়ের পক্ষ আছে বলে আজ ১৫ বছর পত্রিকাটি সম্মানের সাথে ঠিকে আছে। যে সংবাদ মানুষের কল্যানে আসে, সেই সংবাদ পরিবেশনের জন্য পত্রিকার সাথে যারা আছেন সকলের প্রতি অনুরোধ রইল। চাঁদপুর খবর আমার প্রিয় পত্রিকা, আমি আমার অফিসে পত্রিকাটি নিয়মিত রাখি। আপনারা তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করেন, আপনাদের গ্রহণ যোগ্যতা বাড়বে। দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চিরকাল সকলের মাঝে থাকুক এ কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক আঃ রহমান কবিরাজ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, হাইমচর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, সদস্য মোঃ শাহআলম মিজি সাংবাদিক মোঃ মহসিন মিয়া, জিএম মাছুম, মোঃ কবির, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

Recent Posts

Leave a Comment