প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

 In চাঁদপুর

মোহাম্মদ ইকবাল হোসেন :

গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিকের নেতৃত্বে শহরের বাস স্ট্যান্ড, মিশন রোড ও প্রেসক্লাবের পিছনে শীতার্ত দিনমজুর, পথিক, নৌকার মাঝি ও বেদে পরিবারের মাঝে ২৫০টি উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
বিতরণ শেষে এনডিসি দৈনিক শপথকে জানান, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান স্যারের পরামর্শে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্যারের তত্ত্বাবধানে বিকাল ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত আমরা শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করেছি। পুরো শীত মৌসুমে জেলা প্রশাসনের এই ধরণের কার্যক্রম থেকে অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উজ্জ্বল হোসাইন। এ সময় জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের ওমর ফারুক, এইচএম জাকির, মোহাম্মদ ইকবাল হোসেন, মোঃ জাহিদ হক মিলন, শাহরিয়া পলাশ, বাবু পাঠান, সানি, সবুজ, ফাতেমা, শ্রাবনী, মিথিলা প্রমূখ।

Recent Posts

Leave a Comment