শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় আংকুরেন্নেছা মাদ্রাসায় মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার:
সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং তার স্বামী তৌফিক নেওয়াজ, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাফর ইকবাল মুন্নার রোগ মুক্তিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুরে খলিশাডুলী আংকুরেন্নেছা মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানের পর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করা হয়। দোয়া ও আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়েশা রহমান লিলি।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক নূরজাহান বেগম কুমকুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রোজিনা হাবীব, পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী রাবেয়া আক্তার, শাহীনা আক্তার, ফাতেমা আক্তার প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন খলিশাডুলি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান । এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।