সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: বেগম অঞ্জনা খান মজলিস

 In চাঁদপুর

রহমান রুবেল:

সবাইকে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব¡ পালন করার আহবান জানিয়েছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিস। রবিবার সকাল ১১টায় দায়িত্বভার গ্রহণের সহয় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদপুরের উন্নয়নে আমি জেলা প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা অতীতে যেভাবে মোঃ মাজেদুর রহমান খান স্যারকে সহযোগিতা করেছেন তেমনি আমাকেও সহযোগিতা করবেন।
এর আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রাক্তন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান তার বক্তব্যে বলেন, দীর্ঘ ২বছর ১০মাস আমি চাঁদপুর জেলা প্রশাসকের দায়িত্ব¡ পালন করেছি। এসময় চাঁদপুরের সার্বিক উন্নয়নের চেষ্টা করেছি। জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে সবসময় সহযোগিতা করার জন্য।
তিনি আরো বলেন, যদি চাঁদপুরের জন্য কখনো কোন কিছু করার সুযোগ পাই তবে অবশ্যই করার চেষ্টা করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: দাউদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শিউলি হরি, হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলার নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা হক, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস ও চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেটসহ কর্মকর্তা বৃন্দ।

Recent Posts

Leave a Comment