বিএনপি’র চাঁদপুর পৌর নির্বাচন বর্জন
চাঁদপুর প্রতিনিধি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর
জেলা বিএনপি আগাম পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে। রোববার রাতে জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। যদিও ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে তড়িগড়ি করে ও তথাকথিত তফসিল ঘোষনা করে গত ৫ জানুয়ারীর ভোটবিহীন অবৈধ নির্বাচনের ন্যায় চাঁদপুর পৌরসভা নির্বাচনের পায়তারা করা হচ্ছে। ফলে এ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা হবে প্রশ্নবিদ্ধ। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে অংশ গ্রহনের পরিবেশ না থাকায় জেলা বিএনপি আসন্ন নির্বাচন বর্জনের
সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে জেলা বিএনপি’র নির্বাচন বর্জনের ঘোষনায় মেয়র পদে আ’লীগ সমর্থিত একক প্রার্থী বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদের পুণরায় জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও বিএনপি’র ৫ প্রার্থীর মধ্যে দল থেকে বহিস্কৃত নেতা ও মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়ার নির্বাচন বর্জনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। এছাড়াও জাতীয় পার্টির মেয়র প্রার্থী শওকত আখন্দ আলমগীরও নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে। এ অবস্থায় বিশিষ্টজনদের অভিমত, যদি তা-ই হয় মেয়র পদে আ’লীগ সমর্থিত প্রার্থীর বিজয় অনেকটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ১০ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপি’র মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন বলে সূত্র জানায়।