কচুয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে কচুয়ায় শাশুড়ি খতেজা বেগম (৪৫)কে কুপিয়ে হত্যা করেছে মেয়ের জামাই। এ ঘটনায় জামাই সোহাগ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কচুয়া উপজেলার গোহাট ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই সোহাগ হোসেন ধারালো বটি দা দিয়ে শ^াশুড়ি খতেজা বেগমকে উপর্জপরি কোপায়। এসময় সোহাগের স্ত্রী শারমিন আক্তার (২০) ও শ্যালক সোহেল(১৫) চিৎকার দিলে বাড়ির লোকজন এসে সোহাককে আটক করে গণধোলাই দেয়। এঘটনায় আহত হয় শারমিন ও সোহেল। তারা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ঘাতক সোহাগ পুলিশি পাহাড়ায় হাসপাতালে চিক্যিসাধীন রয়েছে।