চাঁদপুরে বিএনপি জামায়াতের ১৩ কর্মী আটক

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরে বিএনপি জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমাবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতদের মধ্যে, ৪জন জামায়াত ও ৯জন বিএনপি কর্মী রয়েছে।



পুলিশ জানায়, আটককৃতরা হরতাল ও অবরোধে নশকতার পরিকল্পনা করছিল। এ সংবাদের ভিত্তিতের জেলা সদর, কচুয়া, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তিতে থেকে তাদের আটক করা হয়। আটককৃত অনেকের বিরুদ্ধে পুর্বেরও নাশকতার মামলার রয়েছে।



চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।


Recent Posts