চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

 In শীর্ষ খবর




শাহরিয়ার ফাহিম কৌশিক:



চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাচ্চু শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলার দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
বাচ্চু শেখ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের বাসিন্দা।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিএনজি চালিত অটোরিক্সা যোগে চাঁদপুর আসার পর পথে দোকানঘর এলাকায় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় যাত্রী বাচ্চু শেখ মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।


Recent Posts