চাচার নছিমনের চাকায় পিষ্ট হয়ে ভাতিজা নিহত
শাহরিয়ার খান কৌশিক ঃ চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার রাজারগাও ইউনিয়নে চাচার নছিমননের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেনী পড়–য়া ভাতিজা ওছমান গনীর (৭) করুন মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টায় রাজারগাও গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে তার স্বজনরা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন ময়না তদন্তের জন্য লাশটি থানায় নিয়ে আসে। জানা যায়, রাজারগাও ইউনিয়নের আব্দুল জাহাঙ্গিরের ছেলে ওছমান গনী স্কুল ছুটির পর বাড়িতে খেলা করছিলো। তাদের বাড়ির মাঝে দিয়ে পাশের বাড়িতে যতায়েতের জন্য একটি রাস্তা ছিলো। ঘটনার দিন বিকেলে, নিহত ওছমান গনির চাচা মাসুদ নছিমনে করে বালু নিয়ে পাশের বাড়িতে যাওয়ার সময় বাতিজা গাড়ির চাকায় পিষ্ট হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্দার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে
আসলে সেখানে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। শিশুরটির মৃত্যুর খবর শুনে তার স্বজনরা আহজারি করতে দেখা যায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু দায়ের
করা হয়েছে।