শহরে নাশকতার অভিযোগে ট্রাকঘাট থেকে আটক ১

 In শীর্ষ খবর




শাহরিয়ার খাঁন কৌশিক:



চাঁদপুরে হরতাল ও অবরোধের দোহাই দিয়ে ২০ দলীয় জোটের বিএনপি জামায়েতের নেতাকর্মীরা শহরের ককটেল বিষ্ফোরন, পুলিশের উপর হামলা, গাড়ী ভাংচুর, পেট্রেল বোমা নিক্ষেপ করে চালক এবং যাত্রীদের অগ্নিদগ্ধসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। জনমনে আতংক সৃষ্টি করার জন্য এশব নাশকতাকারীরা মডেল থানা, চাঁদপুর পৌরসভা, বিদুৎ কেন্দ্র, স্কুল, কলেজসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা লক্ষ করে বেশ কয়েকবার ককটেল বিষ্ফোরন ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এজাবতকালে বেশ কয়েকজন নাশকতারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।



এরি ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধায় চাঁদপুর মডেল থানার এএসআই নন্দন সরকার ও আহসানুজ্জামান লাবু সাংগীয় ফোর্স নিয়ে শহরের ট্রাক রোড় এলাকার সিএসডি গোডাউনের সামনে থেকে মিঠু ঢালি ((২২) নামের একজনকে নাশকতার অভিযোগে আটক করেছে।



আটক মিঠু রহমতপুর কলেনির ঢালিবাড়ির রফিকুল ইসলাম ঢালির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শহরে নাশকতার ঘটনায় মিঠু ঢালিকে আটক করা হয়েছে। আটক মিঠু বিভিন্ন নাশকতায় পত্যোক্ষ এবং পরোক্ষাভাবে জরিত রয়েছে।

Recent Posts