সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন অফিস উদ্বোধন

 In শীর্ষ খবর




শাহরিয়ার খান কৌশিক ॥



চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নতুন বাজার এলাকায় নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।



সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য এস এম সালাউদ্দিন, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা সংসদের ডেপুটি কমান্ডার (সাংগঠনিক) মহসিন পাঠান, সাবেক সদস্য আবু তাহের পাটওয়ারী, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল ভূঁইয়া, সহকারী কমান্ডার (সাংগঠনিক) ইসমাইল সিরাজী, সহকারী কমান্ডার (অর্থ) সাধন সরকার, সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রশিদ খান, সহকারী কমান্ডার (দপ্তর) সুলতান আহমেদ মিয়াজী, সহকারী কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি) সানাউল্যা খান, সদস্য রোশন বেপারী ছাড়াও ১৪টি ইউনিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলান মোঃ বোরহান উদ্দিন। উল্লেখ্য, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিসটি শহরের জোড় পুকুর পাড় এলাকা থেকে নতুন বাজারের লন্ডন ঘাট এলাকায় স্থানন্তরিত করা হয়েছে।

Recent Posts