হাইমচরে বজ্রপাতে একজন নিহত, ৪ শিক্ষার্থী আহত

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া স্থানীয় নীলকমল উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নে চরভাঙ্গা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম হাইমচরের চরভাঙ্গা গ্রামের ছালামত মাতাব্বরের ছেলে।

আহত আহতদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার (১২) ও জাকিয়া আক্তার (১২) হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুর রহিম ফসলী মাঠ থেকে গাভী আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

হাইমচর থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মিয়া বজ্রপাতে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Recent Posts

Leave a Comment