হাজীগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
হাজীগঞ্জ সংবাদদাতা: http://viagra-sildenafil-generic.com/
আজ সোমবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ price cialis থানা পুলিশ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। থানার উপ পরিদর্শক মনির হোসেন ও মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে। এ সময় আটককৃতদের সঙ্গে ৩২ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃতরা হলেন cialis generic online জেলার কচুয়া উপজেলার উজানী গ্রমের সাদ্দাম হোসেন (৩০), সাদ্দামের স্ত্রী হালিমা আকতার (২৪) ও হাজীগঞ্জের বলাখাল এলাকার সেরাজুল হকের ছেলে cvs pharmacy bismarck nd মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এদিন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব বাজারে যাত্রীবাহী সিএনজি স্কুটার তল্লাশী কালে এই ৩ জনের শরীরের সাথে গাঁজা বাঁধা ও পায়ের সাথে ফেন্সিডিল বাঁধা অবস্থায় দেখা যায়। পরে এই ৩ জনকে আটক করে pharmacy online থানায় নিয়ে আসা হয়।
৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহ আলম how long does cialis stay in your system বলেন উদ্বারকৃত মাদক হাজীগঞ্জের বলাখাল এলাকার করিমের বলে জানিয়েছে আটককৃতরা। অপর এক generic cialis প্রশ্নে এই কর্মকর্তা বলেন এ বিষয়ে মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।