হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে রবিউল (৬) ও মারুফ (৬) নামের মারা গেছে দুই শিশু। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার কালোচোঁ ইউনিয়নের
মহব্বতপুর গ্রামের গাজী বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। রবিউল গাজী বাড়ীর আলী আশরাফের ছেলে ও মারুফ একই বাড়ীর প্রবাসী জয়নালের ছেলে। তারা দ্ ুজনেই স্থানীয় মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ীর পুকুরের ঘাটলায় গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কর্মপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।