আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ও বের করতে হয়’: ওবামা
যারা এখনো বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একজন মুসলিম, তাদেরকে নিয়ে বিদ্রুপ করেছেন এই প্রেসিডেন্ট। শনিবার হোয়াইট হাউজের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হওয়া কখনো সহজ নয়। ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা নিয়ে আমাকে কাজ করতে হয়, (রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের) ভেটোর হুমকি সামাল দিতে হয়, ইরানের সাথে আলোচনা করতে হয়, পাশাপাশি আবার দৈনিক পাঁচ
ওয়াক্ত নামাজের জন্য সময়ও বের করতে হয়।’ অনেক রিপাবলিকান ওবামাকে
মুসলিম বলে সমালোচনা করেন। ২০১২ সালের এক জরিপে দেখা যায়, আমেরিকার ১৭ ভাগ নিবন্ধিত ভোটার মনে করেন যে ওবামা একজন মুসলিম। ওবামার বাবা ছিলেন কেনিয়ান বংশোদ্ভূত মুসলিম। তার বাবার বংশোধররা এখনো ইসলাম ধর্মাবলম্বী। সম্প্রতি ওবামার দাদি সারাহ
ওমর এবং চাচা সাঈদ ওবামা পবিত্র ওমরাহ পালন করেছেন।