ঘোষের হাটে পেট্রোল বোমা নিক্ষেপে হেলপার নিহতের ঘটনায় আটক ৫
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরের ঘোষের হাতে ট্রাকে নাশকতাকরীদের ছোড়া পেট্রোল বোমায় হেলপার মোতালেব নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় নাশকতারীর মূল হোতা শাহীনসহ ৫ জ কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
বুধকার আটকৃতদের হত্যা মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। মামলা নং-৫৬, তারিখ ২৯/১/১৫। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার গভার রাতে মডেল থানার ওসি তদন্ত আরিচুল হকের নেতৃত্বে এসএসই আহসানুজ্জামান লাবু, এএসআই নন্দন সরকার সংঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর মৈশাদী মৃধা বাড়িতে অভিযান চালায়। এসময় এলাকার শাহীন (২২), সুমন (২৫), সালাউদ্দিন (২৫), রুবেল (২৫) ও সোহেল (২৫) কে আটক করে। আটকৃতরা মৃধি বাড়ির একটি টিনের ঘরে আবস্থান করে ইয়াবা সেবন করছিল। এদের মধ্যে মৈশাদী ইউনিয়নের যুবলীগের নামধারী নেতা রুবেল নাশকতাকারীদের সাথে সক্ষতা রেখে মাদক সেবক করছিল। এদের মধ্যে রুবেলকে ৩৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হেলপার চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। মোতালেব হোসেন (৪০) নামে ট্রাকের ওই হেলপার চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথম প্রহরে (রাত সারে ১২টায়) এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই ট্রাকটি চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ট্রাকটিতে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেয়।
এতে ট্রাকচালক কোনোমতে প্রাণে রক্ষা পেলেও, অগ্নিদগ্ধ অবস্থায় লাফিয়ে পড়ে নামতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন হেলপার। হেলপারের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের পেছনের চাকা, তার শরীরের বাকি অংশ আগুনে মারাত্মক দগ্ধ হয়।