চাঁদপুরে আড়ইশ কেজি ইলিশসহ বিভিন্ন মাছ জব্দ

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি জাহিদ তিন লঞ্চে অভিযান চালিয়ে আড়াইশ কেজি ইলিশসহ ষাট কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।



কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ গুলো জব্দ করা হয়। পরে শুক্রবার দুপুর দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমানের উপস্থিতিতে ইলিশ ব্যতিত অন্যান্য প্রজাতির মাছ গুলো চব্বিশ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। বিক্রিকৃত মাছের মধ্যে, ২৫ কেজি আইড়, ১০ কেজি বোয়াল, ১৫ কেজি চিংড়ি ও ১০ বিভিন্ন প্রজাতির মাছ।



চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জামা দেয়া হবে। এছাড়া জব্দকৃত আড়ইশ কেজি ইলিশ স্থানীয় গরিব দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়।



Recent Posts

Leave a Comment