শাহজালালে ১২ কেজি সোনা আটক
নিজস্ব প্রতিবেদক ঢাকা: হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বৃহস্পতিবার মধ্যরাতে এগুলো আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের
সহকারি পরিচালক উম্মে নাহিদা আক্তার নতুন বার্তা ডটকমকে জানান, আটক ১২টি সোনার বারের ওজন ১২ কেজি। এগুলোর বর্তমান বাজারদর প্রায় ছয় কোটি টাকা। তিনি জানান, বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটের একটি কাঠের বাক্সে বৈদ্যুতিক পাখা ছিল। ওই বাক্সে সোনার বারগুলো লুকানো ছিল। হংকং থেকে ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স০৪৯ ফ্লাইটে ওই বাক্সটি ঢাকায় আনা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে সোনাগুলো পাওয়া যায়। চালানটি হংকংয়ের ‘শিপার গ্লোবাল ইন্টারন্যাশনাল’ থেকে ঢাকার ‘জারা ইন্টারন্যাশনাল’ এর নামে পাঠানো হয়। চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।