সন্ত্রাস দুর্নীতিমুক্ত উন্নত চট্টগ্রাম নগর গড়তে চাই: সোলায়মান শেঠ
চট্টগ্রাম :
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত চট্টগ্রাম সম্মিলিত সচেতন নাগরিক পরিষদের মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেছেন সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজী, দুর্নীতি আবর্জনা, জলাবদ্ধতায় নির্বাচনের বিকল্প নেই।
তিনি ননিমর্জ্জিত কাহিল, নগরবাসীকে দুর্গন্ধ থেকে বাঁচাতে যোগ্য মেধাবী নগর পিতা গরবাসীকে শান্তি সুখ আর নাগরিক সুবিধা পৌঁছে দিতে ডিশ এন্টেনা মার্কায় ভোট দিয়ে পল্লীবন্ধু এরশাদের মনোনীত প্রার্থীকে মেয়র নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি গতকাল ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে নগরীর ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের ও.আর.নিজাম আবাসিক, প্রবর্তক মোড়, চট্টেশ্বরী রোড, মেহেদীবাগ, শিল্পকলা একাডেমী রোড, গোলাপহাড়, ব্যাটারীগলি, কাজীর দেউরী, আসরকার দীঘির পাড় এলাকায় গণসংযোগ ও প্রচারণাকালে সমবেত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রী তপন চক্রবর্ত্তী, নগর জাপা যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল্লাহ মিয়া, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন সিদ্দিকী, ছবির আহমদ,
মো. ইউসুফ, আমিনুল হক আমিন, এম. আজগর আলী, আবছার উদ্দীন রনি, আলী ইমরান, তপন চক্রবর্ত্তী জুনু, ওয়াহেদুল আলম শেখ পিপলু, কাজী ফজলে হাসান শাহীন, সমীর সরকার, নগর জাপা নেতা নিজাম উদ্দিন কাজল, আবেদ হোসেন, ছাত্রনেতা রাশেদুল হক খোকন, এম.এ. শুক্কুর, এম.এ. ছালাম, মোঃ শফি, জাহাঙ্গীর আলম, কায়সার হামিদ মুন্না, হারুনুর
রশিদ, শফিউল আযম চৌধুরী লিটন, শাহ আলম, দুলা মিয়া চৌধুরী, জিল্লুর রহমান, এম এ হান্নান প্রমুখ।