হাজীগঞ্জে ট্রেণে কাটা পড়ে প্রতিবন্ধি শিশু নিহত

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি




চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেণে কাটা পড়ে ফারজানা আক্তার (৯) নামের এক প্রতিবন্ধি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে
চাঁদপুর-লাকসাম রেল পথের কংগাইশ এলাকায় এ ঘটনা ঘটে।



সে হাজীগঞ্জ পৌর এলাকার কংগাইশ গ্রামের ইমাম হোসেনের মেয়ে।



স্থানীয়রা জানায়, পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সকালে ঘুম থেকে উঠে শিশুটি রেল সড়কে চলে যায়। এসময় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেণে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা ফারজানা।



হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপ্লব সিংহ রায় বিষটি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

Recent Posts

Leave a Comment