আইন শৃংখলা বাহিনী যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন খালেদাকে গ্রেফতার করবে: হানিফ

 In শীর্ষ খবর



চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, আইন শৃংখলা বাহিনী যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে খালেদা কে গ্রেফতার করবে। তিনি আজ সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় এলাকায় একটি পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন , কোর্ট খালেদা জিয়াকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, আইন শৃংখলা বাহিনী এটার দায়িত্ব পালন করবেন। আমরা আশা করি আইন শৃংখলা বাহীন যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ সময়ে তাকে গ্রেফতার করবে।

দেশের চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, যখন একটি দেশের বৃহৎ রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে যায়, তখন এ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সময়ের প্রয়োজন

viagra type drugshttp://pharmacy-24h-canadian.com/cialis generico spedizione da europaherbal viagracanadian pharmacy cheap cialis

হয়। সরকার ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এটা খুব শীঘ্রই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সুজিত রায় নন্দী, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাছুম, জেলা হকার্স লীগের সভাপতি বিপুল মজুমদার জয় প্রমূখ।

the smart pill / http://penisenlargementpillswork.com/ / HGH for sale / best testosterone booster / where to buy anabolic steroids

Recent Posts