আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৬৯ প্রার্থির মনোনয়ন জমা
শাহরিয়ার খান কৌশিক ঃ
দীর্ঘ প্রতিক্ষিত আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষে মনোনয়ন জমাদান শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত ১৬৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন ,কাউন্সিলর পদে ১২৯, জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৩ প্রার্থী তাদের মনোয়নয়ন জমা দিয়েছেন। গতকাল মনোনয়ন জমাদানের শেষ দিনেও প্রার্থিরা স্বতঃস্পুর্তভাবে তাদের মনোনয়ন জমাদিতে দেখা যায়।
গতকাল মেয়র পদে যে ৭ জন প্রার্থি তাদের মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, চাঁদপুর পৌর সভার চলতি দায়িত্বরত মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভুইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সলিম উল্ল্যাহ সেলিম, আক্তার হোসেন মাঝি,জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলি শওকত আখন্দ আলমগীর, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোঃ ইব্রাহীম জুয়েল। এছাড়াও পৌরসভার নতুন সীমানা নির্ধারন করার পর মোট ১৫ টি আসনে কাউন্সিলর পদে ১২৯, জন প্রার্থি তাদের মনোনয়ন জমাপ্রদান করেছে। তারা হলেন,
১নং ওয়ার্ডে মনোয়নপত্র তুলে ছেন আওয়ামী পহ্নী হানজালা শেখ। ২নং ওয়ার্ডে বিএনপি পহ্নী মোঃ কামাল। ৩নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী নেতা গাজী মোঃ হাসান, আবুল হাসনাত ও স্বতন্ত্রপ্রার্থী মজিবুল হক। ৫নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী মো. নজরুল ইসলাম, গাজী মো. ইব্রাহিম ঢালী, মো. শাহআলম, জাকির হোসেন মিয়াজী, মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী হাবিব উল্লাহ বেপারী, পারভেজ মাহমুদ খান ও তাজল গাজী। ৬নং ওয়ার্ডে বিএনপি পহ্নী মোঃ নজরুল ইসলাম, আওয়ামী পহ্নী ছিডু মিঝি, মো. হুমায়ন কবির খান ও সতন্ত্র ফখরুল আলম পাটওয়ারী। ৭নং ওয়ার্ডে বিএনপি পহ্নী নেতা আলী আহমেদ, আওয়ামী পহ্নী মোঃ কামাল হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিয়া প্রধানীয়া। ৮নং ওয়ার্ডে স্বতনত্র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন তালুকদার ও আবুল কালাম আজাদ। ৯নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী নেতা মোঃ কামরুল ইসলাম, আসলামী আন্দোলন সমর্থিত মোঃ ইকবাল হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হারুন অর রশিদ। ১০নং ওয়ার্ডে বিএনপি পহ্নী দেওয়ান মোঃ শাহজাহান। ১১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোপাজ্জল হোসেন। ১৪ নং ওয়ার্ডে আওয়ামী পহ্নীসুকমল কর। ১৫নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী মোঃ মজিবুর রহমান দুলাল, স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা জাকির ও মোঃ গোলাম মোস্তফা খান।
সংরক্ষিত মহিলা কাউন্সির পদে ১নং ওয়ার্ডে ফারহানা আক্তার। ২নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহনাজ আলমগীর। ৩নং ওয়ার্ডে আওয়ামী পহ্নী নেত্রী আয়েশা বেগম। ৫নং আওয়ামী পহ্নী নেত্রী শাহনাজ রহমান।
অপরদিকে ৫টি সংরক্ষিত মহিলা আসনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোয়নয়ন জমা দিয়েছেন।
তারা হলেন ১নং ওয়ার্ডের অ্যাড. ফারজানা আক্তার, ইশিতা বেগম, ৩নং ওর্য়ার্ডের নুরজাহান আক্তার লিপি ও ৪ নং ওয়ার্ডের, কোহিনুর বেগম, শাহনাজ আক্তার। কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের হাসান গাজী, আবুল হাসনাত (নয়ন গাজী), ৬নং ওয়ার্ডের হুমায়ন কবির খান, ৫নং ওয়ার্ডের শাহ আলম, ৯নং ওয়ার্ডের হারুনুর রশিদ (জাকির বন্দুকসী),
১১ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন হামিম পাটওয়ারী মনোনয় প্রত্র জমা দিয়েছে।
১৫টি ওয়ার্ডের ৪৯ জন কাউন্সির পদে যে সকল প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছেন
আগামী ১ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হবে।
Of them the do I greasy. This help site $38 texture more my it,.