চাঁদপুরে অপহরন মামলার বাবা-মা সহ আটক ৩
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর স্টেন্ড রোডে ছেলের কর্মের প্রতিদান বাবা-মা। স্কুল ছাত্রী অপহরন মামলার অপহরনকারী ছেলের বাবা-মা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার সন্ধায় থানার উপ- পরিদর্শক ফিরোজ আলম পালে বাজার বকুলতলা থেকে তাদেরকে আটক করে। জানা যায়,বরিশাল pharmacy rx one হিজরা সিরাজ দির্ঘ কয়েক বছর যাবত চাঁদপুর স্টেন্ড রোডে বাসা ভাড়া viagra usage থেকে বকুলতলায় ভাইয়া স্টোর দোকান injectable viagra দিয়ে ব্যবসা করছে।তার ছেলে সাওন ১ মাস পূর্বে বিদেশ থেকে এসে তার ছোট বোনের বান্ধুবির সাথে adderall and cialis প্রেমের সম্পর্ক গড়ে তুলে।গত শুক্রবার সকালে সাওন স্কুল ছাত্রীকে time for cialis to work নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর
মেয়ের বাবা ষোলঘর পাকা মসজিদ এলাকার সেলিম শেখ বাদি হয়ে অপহরন মামলা দায়ের করেন। শনিবার সন্ধায় থানার উপ পরিদর্শক ফিরোজ পালে cheap viagra online বাজার বকুলতলা দোকান থেকে ছেলের বাবা ও খালুকে আটক করে।পরে পালপাড়া থেকে ছেলের মাকে আটক করে পুলিশ।এদিকে বকুলতলার বিভিন্ন অপকর্মের হোতা ছাব্বির ছৈয়াল ছেলের বাবা সিরাজের দোকান অত্মসাৎ করতে পুলিশকে ব্যবহার করে তাকে অপহরন মামলায় জেল হাজতে পাঠানোর চেস্টায় পায়তারা করতে দেখা যায়। পুলিশ জানায়,অপহিতা স্কুল ছাত্রীকে না পাওয়া পর্যন্ত ছেলের বাবা মাকে আটক রাখা হবে।