চাঁদপুরে ওষুধের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক ও ডেলিভারিম্যান আহত
ফাহিম শাহরিন কৌশিক: চাঁদপুরে ওষুধ কোম্পানি রেনেটা লি: বাংলাদেশ এর পিকআপ ভ্যানে অবরোধকারীদের পেট্রোল বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন চালক ও ডেলিভারিম্যান। সোমবার রাত সাড়ে ১০টার চাঁদপুর হাইমচর সড়কের দোকানঘর এলাকায় এ ঘটনায় ঘটে। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, গাড়ি চালক আনিছুর রহমান (৪৫) ও ফকরুল ইসলাম (৩৬)। আনিছের বাড়ি কুমিল্লা জেলার কোতয়ালী থানার কংগাইশ গ্রামে এবং ফকরলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেনেটা লি: এর গাড়িটে চাঁদপুরের ফরিদগঞ্জ ও
হাইচমচরে ওষুধ ডেলিভারি করে চাঁদপুরের কাছাকাছি আসতেই পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল ও অবরোধ সমর্থকরা। বোমা ব্রাস্ট হয়ে আগুন না ধরণেও বোমা তৈরির বোতলের কাঁচ ও গাড়ির কাঁচ ভেঙ্গে গুরুতর আহত হন চালক ও ঢেলিভারিম্যান। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হাসান জানান, দুজনের অবস্থা আসংকাজনক, তাই তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বলেন, এটা পেট্রোল বোমা নয় ককটেল। আর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এসেছে।
healthy male | weight loss | how to remove skin tags | breast enhancers | brain enhancement