চাঁদপুরে বিএনপির পাঁচ নেতা কর্মী আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে বিএনপির পাঁচ নেতা-কর্মী আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সদরে দুই, হাজীগঞ্জে দুই ও ফরিদগঞ্জে একজন। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মো. জহির মৃধা (২৭)।
পুলিশ জানায়, হরতালে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এছাড়া আটক কারো কারো বিরুদ্ধে পূর্বেরও নাশকতার মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
http://testosteroneboostertabs.com/ | hgh for women | buy steroids | how to increase sperm count | premature ejaculation pills