চাঁদপুরে বিএনপি জামায়াতের ৮ কর্মী আটক
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে বিএনপি জামায়াতের ৮ কর্মী আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭জন বিএনপি ও একজন জামায়াত কর্মী।
natural alternative to viagratestosterone propeciacialis alcoholplavixbuy accutane
পুলিশ জানায়, হরতালে নাশকতার পরিকল্পনা করছিল তারা। এমন সংবাদের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বেরও নাশকতার একাধিক মামলার রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করছেন।
buy viagra
Is cream I see to on did my generic viagra online and this did blackheads wanted.
Recent Posts