পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত :
কবির হোসেন মিজি
চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেছেন, লেখাপড়ার মান উন্নয়নে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিচ্ছে সরকার। একটি সুখি সমৃদ্ধি বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাছিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিলো এদেশকে সুখ সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলবে। সেই স্বপ্নের বাস্তবায়ন করতে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলতে এ দেশবাসীর সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
গতকাল শনিবার সকালে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন লেখাপড়ার মান উন্নয়নে বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থির হাতে বই পৌছে যাচ্ছে। ছেলে মেয়েদের পড়ালেখার অগ্রগতির জন্য উপবৃত্তি প্রথা চালু করা হয়েছে। সারা বাংলাদেশে প্রচুর পরিমান স্কুল কলেজের নতুন ভবন করা হয়েছে। নাশকতাকারীরা দেশের উন্নয়নকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নাশকতা করার চেষ্টা করছে। তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। অনুষ্ঠানে বিশিষে অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম আজাদ ভূঁইয়া।
পৌর শহীদ জাবেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য পৌর কাউন্সিলর ডি এন শাহজাহান, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, পৌর কাউন্সিলর মাহফুজ বেপারী, এমআই মমিণ খান।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের গনিতের সহকারি শিক্ষক দ্বিপক কুমার নন্দি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও বীর মক্তিযোদ্ধা শহীদ জাবেদের ৪৩ তম মৃত্যুবার্ষিকীতে বিদ্যালয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুস্ককার তুলে দেন পৌর মেয়র।
viagra super force