বিষ্ণুদীতে অটোরিক্সার ধাক্কায় স্কুল ছাত্র আহত

 In শীর্ষ খবর




শাহরিয়ার খান কৌশিক ঃ



চাঁদপুর শহরের বিষ্ণুদীতে অটোরিক্সার ধাক্কায় স্কুল ছাত্র শামিম (১২) গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের বিষ্ণুদি এলাকায় ওহাব মিজির বাড়ীর সামনে সড়কের পাশে থাকা অবস্থায় সজোরে চালিয়ে এসে একটি অটো রিক্সা শামিমকে ধাক্কা মারে।



ধাক্কার ফলে শামিম রাস্তার পাশে ছিটকে পরলে স্থানিয়রা ছুটে এসে আহত শামিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদিকে স্থানিয় এলাকাবাসি কতৃক ঘাতক অটো রিক্সাটি আটক করে বলে জনাযায়। আটককৃত অটোরিক্সার মালিক নজির আহমেদ হাসপাতালে ছুটে আসেন।



তিনি জানান অটোরিক্সাটি কাউছার নামে একজন চালাচ্ছিলো। জানাযায় চালক কাউছারের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি আরো জানান কোন অটো রিক্সা চালকেরই ড্রাইভিং লাইসেন্স থাকেনা। আহত শামিম চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত শামিমের অবস্থা আশংকাজনক।


mens health best weight loss pills brain enhancing drug skin tags breast enhancers

Recent Posts