হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে বিএনপি জামায়াতের ৮ কর্মী আটক

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরে বিএনপি জামায়াতের ৮ কর্মী আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পৌনে ৯টা পর্যন্ত জেলার ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এদের মধ্যে ৫ জন বিএনপি ও ৩ জামায়াত কর্মী।



পুলিশ জানায়, হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে পুর্বেরও নাশকতার মামলা রয়েছে।



চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।


skin tags/ limitless drug/ healthy man/ breast enhancement/ weightlossdiets2018.com

Recent Posts