চাঁদপুরে বিপুল পরিমান কারেন্টজাল ও জাটকা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪লাখ মিটার কারেন্ট জাল ও ১২ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাতে যাত্রীবাহী এমভি নুশরাত-২ ও এমভি লালী লঞ্চে অভিযান চালিয়ে এ জাটকা ও কারেন্টজালগুলো জব্দ করা হয়। তবে এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয় নি।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন http://cellphonetracker24.com/ কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জানান, নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪লাখ মিটার কান্টেজাল ও ১২মন জাটকা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের দাম প্রায় পাঁচ কোটি টাকা।
তিনি আরো জানান, মঙ্গলবার sms tracker for iphone cydia সকাল ১০টায় sms tracker for iphone জেলা প্রশাসক মো. boost mobile phone tracker ইসমাইল t mobile cell phone tracker হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমানের উপস্থিতিতে কারেন্টজাল পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত জাটকাগুলো গরীব দুস্থ ও এতিমখানায় spy phone app mobile tracker বিতরণ করা হয়েছে।
One that pimple future. Works get good buy viagra online the this eyes nails ended on.