খেলাধূলা চারিত্রিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে :মোঃ সেলিম খান

 In শীর্ষ খবর

শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৮৪নং রামদাসদী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ phone number location tracker সেলিম খান। এ write my essay please সময় উপস্থিত শিক্ষার্থী ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, খেলাধূলা হচ্ছে সুস্থ্য ভাবে বেচেঁ থাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশের ছেলেমেয়েরা খেলাধূলায় জাতীয় buy essay online ও আন্তর্জাতিক মানে বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। phone tracker আজ এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদের মাঝেও হয়তো কেউ কেউ জাতীয় কিংবা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে বাংলাদেশ তথা এই ইউনিয়নের সুনাম বয়ে আনবে। বর্তমান সরকারও খেলাধূলা ও শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ খেলাধূলা মানুষের সুস্থ্য মনকে বিকশিত করে। খেলাধুলা চারিত্রিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, দেশ নেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশের সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বর্তমান সরকার বই তুলে দিচ্ছে। তাতে করে শিক্ষার মান পূর্বের চেয়ে উন্নত হয়েছে। শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এ বছর http://androidphonetracker24.com/ ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করা হবে। বাংলাদেশের মধ্যে এই ইউনিয়নেই সবচেয়ে বেশি কাজ হয়েছে। যা অন্য কোথাও হয়নি। অন্য ইউনিয়নের চাইতে এ ইউনিয়নের শিক্ষার মানও বৃদ্ধি পেয়েছে। সেলিম খান আরো বলেন, একটি ছেলে অবসর সময় যদি খেলার মাঝে থাকে তাহলে সে খারাপ কোন দিকে আসক্ত official cell phone tracker হয়না। কিন্তু সে যদি অবসর সময় উচ্ছৃঙ্খল বা খারাপ প্রকৃতির কোন ছেলের সাথে আড্ডা দেয় তাহলে তার চিন্তা ধারা খারাপ দিকে প্রবাহিত হয় এবং এক সময়ে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। তাই আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই, খেলাধুলার যে কোন বিষয়ে আমি সব সময়ে সহযোগিতা করবো। যারা খেলাধুলায় আগ্রহী তাদের জন্য আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
৮৪নং রামদাসদী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ মিয়াজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সুবাশ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক নিহাত জাহান তৃষা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান খান, ইদ্রিস আলী, ইসহাক হাওলাদারসহ অভিভাবক ও order essay এলাকাবাসী।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

brain fog after eating/ where to buy steroids/ how to increase semen volume/ http://maleenhancementpillsrxno.com// website like this

how to increase semen volume best male enhancement pills buy steroids online testosterone pills for men brain fog after eating

Recent Posts